সখীপুর প্রতিনিধি :টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে এক বাসায় নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।আজ বুধবার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওইদিন দুপুরেই ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বুধবার সকাল সাতটার দিকে প্রাইভেট পড়তে স্থানীয় বিদ্যালয়ে যাওয়ার পথে ওই এলাকার হৃদয় হাসান (১৬) ও তার দুই সহযোগী নিয়ে মেয়েটির মুখ গামছা দিয়ে বেঁধে সিএনজি চালিত অটো রিকশায় তুলে ঘাটাইলের সাগরদিঘী এলাকায় নিয়ে যায়। সেখানে ছেলেটির আত্মীয়ের বাসার একটি কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে পাশের বাসার এক মহিলা মেয়েটিকে উদ্ধার করে মেয়ের স্বজনদের খবর দেন। এরমধ্যে বখাটে ও সহযোগীরা পালিয়ে যায়। পরে দুপুরে মেয়েটির মা বাদী হয়ে হৃদয় হাসানসহ তিনজনকে আসামি করে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে সখীপুর থানায় মামলা করেন।
ছেলের বাবা রওশন আলী মুঠোফোনে বলেন, আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...