সখীপুর সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাব “সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড” এর দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে সখীপুর প্রেসক্লাব সভাকক্ষে সাধারণ সভায় সর্বসম্মতির কণ্ঠভােটে এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার সখীপুর সংবাদদাতা সাজ্জাত লতিফকে সভাপতি, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এম সাইফুল ইসলাম শাফলুকে সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সময়’র সখীপুর প্রতিনিধি মােজাম্মেল হক সজলকে কোষাধক্ষ্য করে ৫ সদস্যের একটি পূর্ণ কমিটি ঘােষণা করা হয়।
অন্যান্য সদস্যরা হচ্ছে- দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সখীপুর সংবাদদাতা তাইবুর রহমান এবং ভােরের ডাক পত্রিকার সখীপুর প্রতিনিধি আল-রাজীব।
এ সময় সখীপুর প্রেসক্লাব’র সভাপতি শাকিল আনােয়ার, সাধারণ সম্পাদক এনামুল হকসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।