সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে দুস্থ অসহায় ও হত দরিদ্র্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার শ্রীপুর রাজনীতির মোড় বাজারে শীত বস্ত্র বিতরণ করা হয়। ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন এ শীত বস্ত্র বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদলের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি আমীর হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, তারিকুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...