সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে দুস্থ অসহায় ও হত দরিদ্র্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার শ্রীপুর রাজনীতির মোড় বাজারে শীত বস্ত্র বিতরণ করা হয়। ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন এ শীত বস্ত্র বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদলের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি আমীর হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, তারিকুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...