সখীপুর প্রতিনিধি: সখীপুরে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা রিপন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে সখীপুর পৌর এলাকার জেলখানা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন উপজেলার মুচারিয়া পাথার এলাকার আহাম্মেদ আলী মাস্টারের ছেলে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
রিপন তালুকদার গ্রেপ্তার হওয়ার পরপরই উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ শনিবার উপজেলা যুবলীগের এক জরুরী সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ বলেন, মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, রিপন তালুকদারের নামে মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিলো। তাকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...