সখীপুর সংবাদদাতা : সখীপুরে রাজেশ কুমার (২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালমেঘা নাগেরচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলার কুরারা থানার বরুয়া গ্রামপঞ্চায়েতের বুদ্ধ প্রসাদের ছেলে। পাসপোর্ট দেখাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে সখীপুর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।
জানা যায়, রাজেশ কুমার নামের ওই যুবক এলাকায় সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, পাসপোর্ট দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।