নিউজ ডেস্কঃ কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে সখীপুর উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে ইউএনও মো.আমিনুর রহমানের কার্যালয়ে স্মারক লিপি দেওয়ার নেতৃত্বে ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ।স্মারক লিপিতে বলা হয়, সরকার প্রতিমণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে। প্রতি কেজি ধান ২৬ টাকা ধরে। কৃষকের খারাপ অবস্থা নিরসনে, কৃষকদের রক্ষা করতে সরাসরি ধান কেনার জোর দাবি জানিয়েছেন ছাত্রলীগ।এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ বলেন, ‘এমন পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য ছাত্রলীগ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছে।’ বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এ সরকার কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে বলেওও তিনি জানান।
স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সরকারী মুজিব কলেজের সাবেক ভিপি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, মোশারফ হোসেন প্রমুখ।