সখীপুর প্রতিনিধি: সখীপুরে নিখোঁজের পাঁচদিন পেরিয়ে গেলেও তিন সন্তানের জননী আর্জিনার বেগমের (৩৫) খোঁজ মেলেনি। মাকে হারিয়ে তার শিশু সন্তান নাঈম হাসান (১২), জাকিয়া সুলতানা (১০), জান্নাত আরা (০২) এবং মা নাছিমা বেগম বারবার মুর্ছা যাচ্ছেন। গত ৯ অক্টোবর সখীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে আর্জিনা নিখোঁজ হয়।
জানা যায়, সাতমাস আগে আর্জিনা বেগমের সঙ্গে বহুরিয়া ইউনিয়নের খামারচালা গ্রামের জাহাঙ্গীর আলমের বিবাহ বিচ্ছেদ হয়। পরে আর্জিনা সন্তানদের নিয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডে মায়ের সঙ্গে থাকতো। পোল্ট্রিফার্ম ও পেঁপে বাগানে কাজ করে সংসার চলতো তাদের। বেশ কিছুদিন ধরে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম আর্জিনাকে পূনরায় বিয়ে করতে চাপ দিতে থাকে। রাজি না হওয়ায় আর্জিনাকে হত্যার পর নিজেও আত্মহত্যা করবে বলে মুঠোফোনে হুমকি দেয়। পরে ৯ অক্টোবর আর্জিনা ফার্মে বকেয়া টাকা আনতে গিয়ে আর বাড়ী ফিরে আসেনি। এদিকে ওইদিন দুপুরে আর্জিনার প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আর্জিনার পরিবারের ধারণা, প্রাক্তন স্বামী জাহাঙ্গীর মুঠোফোনে দেয়া হুমকিই বাস্তবায়ন করেছে। ১০ অক্টোবর সকালে নিখোঁজ আর্জিনার মা নাছিমা বেগম সখীপুর থানায় ডায়েরি করেছেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, আর্জিনাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...