সখীপুর প্রতিনিধিঃ সখীপুরে বিয়ের একদিন পরই বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ও নববধূকে রেখে বর নিখোঁজের ঘটনায় বর-কনে উভয় পরিবারেই উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় বোয়ালী বাজার থেকে বর আহসান হাবীব রোমান (৩০) নিখোঁজ হয়। সে উপজেলার বোয়ালী গ্রামের মজিবর রহমানের ছেলে। রোববার দুপুরে নিখোঁজ বরের পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, বর আহসান হাবীব রোমান ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন। ঈদে ছুটির সুযোগে গত শুক্রবার উপজেলার চতলবাইদ গ্রামের ফজলুল হক লিটনের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। শনিবার ধুমধাম করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন হলেও বর রোমান সকাল ১১টায় স্থানীয় বোয়ালী বাজারে গিয়ে আর ফিরে আসেনি।
রোমানের বাবা মজিবর রহমান বলেন, শনিবার আমাদের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিল। বাড়িজুড়ে আত্মীয় স্বজনে ভরে গেছে। অথচ আমার ছেলে (বর) কাউকে কিছু না বলে বৌভাতের অনুষ্ঠান ফেলে কোথায় হারিযে গেলো জানিনা। তার মোবাইলও বন্ধ রয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে খোঁজে বের করতে পুলিশ কাজ করছে।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...