সখীপুর প্রতিনিধি: সখীপুরে অসহায় গরীব ও দুস্থদের মাঝে ঢেউটিন ও নির্মাণ খরচের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন। উপজেলার ৯৩ জন উপকারভোগীর মাঝে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৭৯ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৭৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউএনও আমিনুর রহমানের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক শওকত সিকদার, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ওসি আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এরশাদুল আলম, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, আনসার আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...