সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে তিনজন জীবিত লোককে মৃত ঘোষণা করে তাদের স্থলে একই গ্রামের অন্য তিনজনের নামে নতুন করে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাশেম মিয়া ও ইউপি সচিব মোশারফ হোসেন একে-অপরকে দোষারোপ করছেন। এ বিষয়ে কাগজে কলমে মৃতরা (বাস্তবে জীবিত) টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। মৃত দেখানো ব্যক্তিরা হলেন- পূর্ণ চন্দ্র সরকার, খুশি মোহন ও আরজু মিয়া।
জানা যায়, হাতিবান্ধা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড চাকদহ গ্রামের পূর্ণ চন্দ্র সরকার, খুশি মোহন ও আরজু মিয়া ৬ বছর ধরে নিয়মিত বয়স্ক ভাতা পেয়ে আসছিলো। এক বছর আগে তাদের ভাতা বন্ধ হলে জানতে পারেন তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। তাদের স্থলে নতুন করে একই এলাকার তিনজনকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়েছে।বিষয়টি জানার পর, উপরোক্ত তিন জন টাঙ্গাইলে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি এখন তদন্তাধিন রয়েছে। তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করছেন।
টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টুর্নামেন্টে আমেনা স্পোর্টস চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের স্মরনে “শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২৪” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আমেনা স্পোর্টস হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন...