স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার শাসনামলের ১৭ টা বছরের প্রতিটা রাত ছিলো কালো রাত, মানুষ ছিলো বন্দি কারাগারে, কেউ মন খুলে কথা বলতে পারিনি শেখ হাসিনার জন্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা, আহত এবং শহীদ পরিবারের সাথে টাঙ্গাইল শহরের পৌরউদ্যানে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তনি আরও বলেন, টানা ১৭ বছর মানুষ ছিলো বন্দি, কেউ কথা বলতে পারে নাই, ভিক্ষুকদেরও চাঁদা দিতে হতো, ৩০ টাকার পেঁয়াজ ৩শ টাকা দিয়ে কিনতে হতো, বাবা ছেলে দুজন এক সাথে খাবার খাচ্ছে, সে সময় ছেলেকে তুলে নেওয়া হতো। বিদেশে বসে সাংবাদিকরা প্রতিবাদ করলে, তার পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালানো হয়েছে। এই ১৭ বছর মানুষের জন্য প্রতিটা রাত ছিলো কালো রাত।
জামায়াত আমীর আরও বলেছেন, তারা বিডিআর হত্যা করেছে, হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীদেরকে কাজ করতে দেওয়া হয়নি, অনেক যুবককে দেখেছি বিয়ে করে জেলে গিয়েছে তারপর আর ফিরে আসেনি। এদেশের শত্রুরা জানে জামায়াত ইসলামী ভাঙবে তবু মচকাবে না। জামায়াতের সিনিয়র নেতাদেরকে তারা সাজানো মামলা দিয়ে শীর্ষ স্থানীয় ১১ জন নেতাকে তারা হত্যা করেছে।
অনুষ্ঠানে জেলা আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাও. খলিলুর রহমান ও টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ।
এসময় আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, আমাদের জেলে ভরে মনে করেছিলেন ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, কোথায় ৪১ সাল ? ২৪ পর্যন্ত পার করতে পারলেন না? কোথায় পালিয়ে গেলেন ? আপনারা জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ক্ষমতার অপব্যবহার করে। তার বাবা তিন বছর থাকতে পারে নাই আর শেখ হাসিনা তিন দিনও থাকতে পারেনি। পালিয়ে গেছে ভারতে, আমরা আপনাকে ভয় পায়নি। এই কয় বছর আমরা দ্বিগুণ হয়েছি।