মোঃ মশিউর রহমান/ টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (২৯ নভেম্বর) গণভবন থেকে ভার্চ্যুয়ালি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, বাসাইল সখিপুর এর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন , টাংগাইল ২ আসনের সংসদ, তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল ৪ আসনের সংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম, ভুয়াপুর পৌরমেয়র মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল চেম্বার্স অব কমার্স এর মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি,প্রমুখ
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু রেলসেতু হবে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্রাকসহ প্রায় ৪ দশমিক ৮০ কিলোমিটার। সেতুর উভয় পাশে মোট প্রায় ৩০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। রেলসেতুটি ডুয়েলগেজ ডাবল ট্যাক হওয়ায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী সংশ্লিষ্ট ট্রেনগুলোর ক্রসিংজনিত কারণে আগের মতো স্টেশনগুলোতে অপেক্ষা করতে হবে না। এ সেতুতে গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন করা হবে।
২০২৪ সালের আগস্ট মাসে এ রেলসেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন রেলপথমন্ত্রী।