সৈয়দ মিঠুন , ঘাটা্ইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রবাসী এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলা সদরের হরিপুর গ্রামে শ্বশুর বাড়িতে নিজ ঘরে আড়েঁর সাথে ফাঁস দেন কাতার প্রবাসী সেন্টু।
নিহত সেন্টু মিয়া (৩৫) পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার কাশতলা চুংলিপাড়া গ্রামের আঃ খালেকের ছেলে ও কালিহাতী উপজেলার হরিপুর গ্রামের মৃত মতিন মিয়ার একমাত্র মেয়ের জামাই।
নিহতের স্বজনদের থেকে জানা যায়, ২ মাস আগে কাতার থেকে ছুটিতে আসেন সেন্টু, কাতারে থাকা অবস্থায় ব্যবসায়িক প্রয়োজনে টাকা লেনদেন করে ঋণগ্রস্ত হন তিনি। গত মঙ্গলবার চাঁদপুর থেকেও এক পাওনাদার আসেন, নিহত সেন্টু ও অনেকের কাছে টাকা পান কিন্তুু তারা পাওনা টাকা দিচ্ছিলো না। অপরদিকে সেও পাওনাদারদের চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছেন।
নিহতের স্ত্রী ফরিদা বলেন, সকালে সাড়ে ৮ টায় রাইনদ্যা ছেলেদেরকে প্রাইভেটে পাঠিয়ে তাকে ঘুম থেইক্যা ডাকতে যাইয়া দেহি এমুন।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং-১৫, তারিখঃ ২২.৮.১৯।