নিজস্ব প্রতিবেদঃ লৌহজং নদী রক্ষা আন্দোলনের সহ-সভাপতি ও ২৭ নং হিরো কোম্পানী কমান্ডার মুক্তিযোদ্ধা মরহুম খ. ফেরদৌস আলম রুঞ্জু স্মরনে শোকসভা, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব লুৎফুল কবির। অধ্যক্ষ এনামুল করিম শহীদের সভাপতিতে এতে আলোচনায় অংশ নেয়,মুক্তিযোদ্ধা রবিউল আলম গেরিলা, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাভু, সাংবাদিক আহমেদুল হক রতন সিদ্দিকী প্রমুখ।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...