মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে ৬শ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রাম সদরের লতিফ মিয়ার ছেলে আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও সদরের ছোবহান মিয়ার ছেলে সালাম উদ্দিন ও একই এলাকার নাছির উদ্দিনের ছেলে ফয়সাল মিয়া।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় বাসে তল্লাসীর কাজ শুরু করে। সন্ধা ছয়টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৬শ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় ।আজ বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানিয়েছেন।
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে এড. ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে সদর...