মির্জাপুর প্রতিনিধি :বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মির্জাপুর উপজেলায় শুরু হলো মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ।গতকাল শুক্রবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন এমপি।
মির্জাপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন বালক এই প্রশিক্ষনে অংশ নেয় । প্রশিক্ষকের দয়িত্বে রয়েছেন কোচ রাজিব আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন এম পি। মির্জাপুরের ক্রীড়ার উন্নয়নে খেলোয়াড়দের পাশে থাকার ঘোষণা দেন তিনি। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার মাঠের সংস্কার সহ ভবিষ্যতে আধুনিক স্টেডিয়ামে রুপান্তররের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন দুলাল, উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফী। মাসব্যাপী এই প্রশিক্ষনের সার্বিক দায়িত্বে রয়েছেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...