মির্জাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসা ছাত্র মোঃ আল-আমিন রবিন (১৯) স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাদ জুমা নিজ গ্রামের মসজিদে রবিনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন রবিনের এলাকার বন্ধু সহপাঠী ও এলাকার বড় ভাই। উল্লেখ্য মোঃ আল-আমিন মাদ্রাসা ছাত্র। সে উপজেলার গোড়াইল গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। পরিবার সূত্র জানায় গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমোতে যায়। কিন্তু বুধবার সকালে ঘুম থেকে না উঠলে সন্দেহ হলে তাকে ডাকতে শুরু করে স্বজনরা কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় তার ঘরের দরজা ভেঙে তাকে মৃ’ত অবস্থায় দেখতে পায় স্বজনরা।
এ ঘটনায় রবিনের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। রবিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকল পেশার মানুষ।