মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্দ্ধ-১৭) শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।
এসময় মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় গোড়াই ইউনিয়ন ও আনাইতারা ইউনিয়ন এবং উয়ার্শী ও ফতেপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করেন।
মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১৬টি টিম খেলায় অংশ গ্রহন করছে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...