মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ঘটনায় এক গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর গ্রামের আব্বাছ আলীর স্ত্রী শিল্পী বেগম (৩৫), লতিফপুর গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে ওয়াহেদ মিয়া (৫৫) ও বানাইল ইউনিয়নের সামাদ মিয়ার মেয়ের জামাই মহর আলী (৩৫)।
জানা গেছে, বুধবার রাতে শিল্পী বেগম প্রতিদিনের ন্যায় পরিবারের সকলের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় তিনি ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ওয়াহেদ মিয়া ফ্যানের সুইচ দেয়ার সময় প্লাগের ভেতর আঙ্গুল গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যান।
বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের ভররা গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আমীর আলীর ছেলে মহর আলীর মৃত্যু হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হলেও শিল্পী বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজনের মৃতদেহ আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...