আলোকিত বাংলা ক্রীড়া ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে বংশাই নদীর গোড়াইল ও চাকলেশ্বর গ্রামের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মির্জাপুরসহ আশপাশের উপজেলা থেকে মোট ৮ টি নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নেয়। দুই গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় পারদিঘী একতা যুব সংঘ এবং বুধিরপাড়া চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগীতা শেষে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং বিজীতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এদিকে গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই নদীর দুই পাড়ে প্রাই দুই কিলোমিটার এলাকা জুড়ে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে এবং দুর দরান্ত থেকে ছোট বড় নৌকা যোগেও বিপুল সংখ্যক লোকজন উপস্থিত হয়ে নৌকা বাইচ উপভোগ করেন।
টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টুর্নামেন্টে আমেনা স্পোর্টস চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের স্মরনে “শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২৪” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আমেনা স্পোর্টস হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন...