মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণ মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার ইউনিয়ন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।জুলহাস উপজেলার গোড়াইল গ্রামের মো. আলাল মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের কিশোরী (সম্পর্কে জুলহাসের ভাতিজীর মেয়ে) দীর্ঘদিন ধরে জুলহাসদের বাসায় থাকতেন। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছরের বেশি সময় ধরে ধর্ষণ করেন জুলহাস। সর্বশেষ গত ৬ মে রাত সাড়ে ১১টার দিকে জুলহাস তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় গত বুধবার ওই কিশোরী মির্জাপুর থানায় গিয়ে জুলহাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই রাতেই পুলিশ ইউনিয়ন পাড়া থেকে তাকে গ্রেফতার করে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন সাহা জানান, ‘বৃহস্পতিবার সকালে কিশোরীকে মেডিকেল চেকআপের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
অন্যদিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ‘আদালতের মাধ্যমে জুলহাসকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...