মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রীদের পর্ণো ভিডিও দেখানোর অভিযোগে এক গৃহ শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
শিক্ষকের নাম পারভেজ হাসান। বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের চামুটিয়া গ্রামে।
পুলিশ জানান, আটককৃত পারভেজ উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে স্কুল ছাত্রীদের প্রাইভেট পড়ান। প্রায় ১০ দিন আগে তিনি তাঁর কাছে পড়তে আসা দুই ছাত্রীকে পর্ণো ভিডিও দেখান। বিষয়টি ওই ছাত্রীরা তাদের অভিভাবকদের জানায়। সোমবার সন্ধার দিকে ছাত্রীর অভিভাবকেরা তাঁকে কলেজ রোডে হাটতে দেখেন। তাঁরা তাঁর কাছে ছাত্রীদের পর্ণো ভিডিও দেখানোর কারণ জানতে চান। কিন্তু তিনি সদুত্তর না দিতে পারায় ক্ষিপ্ত হন স্থানীয়রা। পরে তারা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মির্জাপুর থানার উপ-পরির্শক (এস আই) মুরাদ জানান, পারভেজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানান।
পরিবেশ ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার : দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ...