মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে-২০১৯ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বাঙলা জন কল্যাণ সমিতি ২-০ গোলে ভাওড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
শুক্রবার বিকেলে সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন।এসময় সহকারী কমিশনার (ভুমি ) মো. মঈনুল হক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক ক্রীড়াবিদ খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে টেকনিক্যাল কমিটির সদস্য দীপক কুমার সেন জানান,উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক পরিচালিত এই টুর্নামেন্টে মোট ৮টি দল নকআউট পদ্ধতির খেলায় অংশ নিচ্ছে ।