মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালত অভিয়ান চালিয়ে একটি অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিয়েছে। কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগে কারখানা মালিক আক্কাস আলী (৩৮) কে তিন দিনের কারাদ- দেওয়া হয়েছে। রোববার বিকেলে উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার মঈনুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দ-প্রাপ্ত আক্কাস আলী কুমারজানি গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।
এ সময় অবৈধ কয়লা তৈরির কারখানাতে থাকা আগুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে নিভিয়ে তিনটি কারখানা গুড়িয়ে দেয়া হয়। পরে কারখানা থেকে বিপুল পরিমাণ কয়লা জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক বলেন, ‘অবৈধ কয়লা কারখানা থেকে নির্গত ধোঁয়া পরিবেশ ও মানব জীবনের জন্য খুবই ক্ষতিকর। এ জন্য প্রশাসন এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।’
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...