মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বারাটি গ্রামের বিল থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের (৪০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার (১৭ নভেম্বর) রাতে মির্জাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার দিকে বরাটি গ্রামের বিলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন খবর জানায়। পরে রাতেই লাশটি উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়না তদন্তেরর জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, অজ্ঞাত যুবকের ১৫ থেকে ২ দিন আগের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। দুর্বৃত্তরা হত্যা করে ওইখানে ফেলে যেতে পারে । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি আরো জানান।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...