স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার, গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে দেবে বিএনপি। আমরা একটি অন্তবর্তী সরকারের অধীনে আছি। এই সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে এদেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন ঘটাতে হবে। অন্তবর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে মির্জাপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাঈদ সোহরাব এ কথা বলেন।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মির্জাপুর পৌর বিএনপি প্রেসক্লাব মিলনায়তনে প্রস্তুুতিসভার আয়োজন করে।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে লতিফপুর ইউপি চেয়ারম্যান আরী হোসেন রনি, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক এস এম রাসেল, মির্জাপুর উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ শিকদার, গোড়াই আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা হাজীর ছোহরাব হোসেন, আবু রায়হান, শামীম আল মামুন, শহিদুর রহমান, হামিদুর রহমান লাঠু বক্তৃতা করেন।
সাঈদ সোহরাব বলেন, গণতন্ত্রহত্যাকারী নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি দেশ ছেড়ে পালাবো না। কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ ছেড়ে যাবেন না। তিনি তার কথা রেখেছেন, তিনি দেশ ছেড়ে যাননি। গণতন্ত্রহত্যাকারী স্বৈরাচারী হাসিনা সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যে মামলা দিয়ে সাজা দিয়েছেন। তাদের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। মামলা প্রত্যাহার হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলে তিনি জানান।
তিনি বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য্য ধারণ করে সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন।