ওহে মহামারী করোনা,
তুমি বিশ্বকে করেছো খুন
মানবতাকে করেছো প্রহার
রক্তের সম্পর্ক করেছো ছিন্ন
তুমি অসুর তুমি হিংস্র অবতার।
তুমি ঘাতক!
তোমার তান্ডবে লাশের পর লাশ
মানবেতর করেছে বিবেক
মানব সভ্যতার করুণ আর্তনাদ
শুচিতা হারিয়েছে সবেক।
তোমাতে আড়ি, তোমাতে আড়ি
ওহে করোনা মহামারী !
আজ বিশ্বে মৃতের নেই কোন
নিয়মের সৎকার।
আজ লাশের উপর লাশ
একই গর্তে করছে আত্নচিৎকার ”
তোমাতে ধিক্কার তোমাতে ধিক্কার
ওহে মরন ব্যাধী।
সমস্ত মানব জাতিকে তুমি
করেছো শিকার !
তুমি শত শতায়ূর বন্ধন
নিমিষেই করে নিয়েছো লুণ্ঠন।
তোমাতে আড়ি, তোমাতে আড়ি
ওহে করোনা মহামারী!
থামো থামো এবার থামো
অনেক প্রান নিয়েছো কাড়ি
যুগে যুগে তোমার কলঙ্কের ইতিহাস
রচিবে তোমারে ঘিরি।
লেখক-মো.রানা আহমেদ