আরমান কবীর :টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোটারী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ কর্মসুচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব টাঙ্গাইল এর সভাপতি আব্দুল মুত্তালিব, রোটারী ক্লাব টাঙ্গাইল সিটি এর সভাপতি বিপুল কান্তি ঘোষ ও রোটার্যাক্ট ড. পিনাকী দে। আরও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এর সভাপতি প্রতীক গুন, আইপিপি এস এইচ সোহাগ, রোটারিন মেসবাহ উদ্দিন নবীন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪০০০ গাছের চারা তুলে দেয়া হয়।কর্মসুচির অর্থায়ন করেন রোটারী ক্লাব অব টাঙ্গাইল, রোটারী ক্লাব অব ঢাকা ম্যাভেরিক্স ও রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটি এবং সহযোগিতা করেন রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল।
টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী উজ্জ্বল হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। উজ্জ্বল হোসেনকে সাত বছরে কারাদণ্ড এবং সেলিনা আক্তারকে পাঁচ বছরে কারাদণ্ড...