মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁন (৬৫)কে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে হাবিব খাঁন বাদী হয়ে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করা হয়।
পরে শনিবার মামলার এজাহারভুক্ত লিটন (৪০) ও উজ্জল (৩৮) নামে দু’জনকে মটরা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন যাবৎ বীর মুক্তিযোদ্ধা লতিফ খাঁনের সাথে প্রতিবেশী আবু খাঁনের পরিবারের পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ চলছিল।
এ বিষয়ে মিমাংসার জন্য শুক্রবার বিকালে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
সালিশের এক পর্যায়ে আবু খাঁনের পক্ষের লোকজন বীর মুক্তিযোদ্ধা লতিফ খাঁনকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য শাহজাহান খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষকে নিয়ে সালিশ বসা হয়।
কিন্তু হঠাৎ করেই একপক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে আহত করে।
ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁন খুনের ঘটনায় বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ মামলার আসামী দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।