বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিছন্নকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ওই পরিছন্নকর্মী বাসাইল উত্তরপাড়া (কবরস্থান মোড়) এলাকার বাসিন্দা।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘১২ মে ৮জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ সকালে সিভিল সার্জন অফিস থেকে একজনের নমুনায় করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়।’
তিনি আরও বলেন, ‘ওই পরিছন্নকর্মীর বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি সুস্থ থাকায় তাকে বাড়িতে রাখা হয়েছে।’