বাসাইল সংবাদদাতাঃ টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে শেমা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।শনিবার (৮ জুন) সন্ধায় উপজেলার জোরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সোনালিয়া গেইট ম্যান রফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। ওই নারী উপজেলার বাংড়া এলাকার দুদু মিয়ার স্ত্রী।
জানা যায়, বিকেলে ওই নারী জোরবাড়ী এলাকায় ট্রেন লাইন দিয়ে হাঁটছিলেন। এসময় চাপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেনে (৫৫১) কাটা পড়ে তিনি নিহত হন।স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি বাড়িতে নিয়ে আসা হয়েছে।
টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী উজ্জ্বল হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। উজ্জ্বল হোসেনকে সাত বছরে কারাদণ্ড এবং সেলিনা আক্তারকে পাঁচ বছরে কারাদণ্ড...