স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের বাসাইল-সখীপুর সড়কে হান্দুলিপাড়া এলাকায় আজ মঙ্গলবার(১৫ অক্টোবর) সকালে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ আহত হয়েছেন ৫জন। নিহত রফিকুল ইসলাম সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকার হারুন-অর-রশিদের ছেলে।
এ ঘটনায় আহতরা হচ্ছেন, নিহত রফিকুলের বাবা হারুন-অর-রশিদ (৭০), একই গ্রামের সিএনজি চালক দেলোয়ার হোসেন (৪০), একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের পারুল বেগম (৪০), লিলি আক্তার (৩২) ও আরিফুল ইসলাম (৪০)।
বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন জানান, আহতদের মধ্যে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ দুর্ঘটনা কবলিত ট্রাকটি পালিয়ে গেছে।
টাঙ্গাইলে রমজানে পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নানা পদক্ষেপ গ্রহণে টাস্কফোর্স সভা
স্টাফ রিপোর্টার : আসন্ন রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও...