নিজস্ব প্রতিবেদক : বাসাইলে ইউনিয়ন পর্যায়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ১৪ অক্টোবর) দুপুরে জেলা লিগ্যাল এইড কমিটি ও লাইট হাউসের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ও ইউএসএআইডির অর্থায়নে উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য বেলায়েত হোসেন খান, একলাস মিয়া, বিলকিছ বেগম, ইসমাইল হোসেন চৌধুরী, বিলকিছ খানম, লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ চৌধুরী, স্থানীয় বাজার কমিটির সভাপতি সোলাইমান চৌধুরী, আনসার ভিডিপি সদস্য মোক্তার আলী খান, এনজিও প্রতিনিধি বাবুল ভূইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইসমাইল হোসাইন, ইউপি সচিব ও সদস্য সচিব বেল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোমটিং পিস এন্ড জাস্টিস প্রকল্পের বাসাইল ও সখীপুর উপজেলা কো-অর্ডিনেটর শাহিনুর ইসলাম।
টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী উজ্জ্বল হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। উজ্জ্বল হোসেনকে সাত বছরে কারাদণ্ড এবং সেলিনা আক্তারকে পাঁচ বছরে কারাদণ্ড...