বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বিশ্বের বিভিন্ন দেশের গণিত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সংস্থা‘ সিম্পা রিসার্চ স্কুল’এর প্রতিনিধি:ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ব্রাজিলের গণিত বিশেষজ্ঞ দল ১৬ জুন ২০১৯ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগ পরিদর্শনও বিভাগ কর্তৃক আয়োজিত ফলিত গণিত বিষয়ে এক আলোচনা সভায় অংশ গ্রহণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। সভাপতিত্ব করেন সায়েন্স অনুষদের ডিন মোহাম্মদ মোকাদ্দেছ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন‘সিম্পারিসার্চ স্কুল’এর প্রতিনিধি ফ্রান্সের University Aix Marseille এর প্রফেসর Nicolas BEDARIDE, ,ব্রাজিলের Universidade Federal FluminenseGicÖ এর প্রফেসর ড. Isabel Rios, অস্ট্রেলিয়া University of Vienna এর প্রফেসর ড. Sylvain Mousset,ফ্রান্সের Universite de Nouvelle CaledonieGicÖ এর প্রফেসর ড. Renaud LeplaideurI ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে প্রতিনিধি দল ভাইস-চ্যান্সেলর সাথে সৌজন্য সাক্ষাৎকরেন।
উল্লেখ্য ‘সিম্পারিসার্চ স্কুল’এর উদ্যোগে বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে গণিত বিষয়ে গবেষণার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে গণিত গবেষণার উন্নয়ন এবং বাস্তব ক্ষেত্রে গণিতের বিস্তার লাভ করবে।