স্টাফ রিপোর্টার : হয়রানিমূলক ও মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছেন এক দম্পতি। রবিবার( দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন করেন তারা।
লিখিত বক্তব্যে তারা জানান, শুকরীতি দাস মৌ নিজ ইচ্ছায় ধর্মান্তরিত হয়ে হলফনামার মাধ্যমে মরিয়ম আক্তার মৌ নাম গ্রহণ করেন। ২০২১ সালের ২৩ মার্চ প্রেমিক ইসমাইল হোসেনকে বিয়ে করেন মৌ। পরে তারা পুনরায় ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর শরিয়ত মোতাবেক বিয়ে করেন। কিন্তু মৌয়ের বাবা-মা ও অন্য আত্মীয়-স্বজন তাদের ভয়ভীতি দেখান।
সংবাদ সম্মেলনে তারা আরও জানান, প্রভাব খাটিয়ে ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা করা হয়েছে। এ মামলার হোতা মৌয়ের আত্মীয় জয়েন্তী রাণী দাস ও জুয়েল অধিকারী। তারা দুই জনেই যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ।
ইসমাইল হোসেন বলেন, ‘আমি এবং আমার পরিবারের সদ্যদের ওপর হামলার আশঙ্কা করছি। আমি সাংবাদিকদের মাধ্যমে সঠিক বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে আমার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।’