নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের দক্ষ ও সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর ওসি শ্যামল কুমার দত্ত।বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বৃহস্পতিবার শ্যামল কুমার দত্তের হাতে এ পুরস্কার তুলে দেন।
স্কুলছাত্র সজিব হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনসহ অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়। পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে পুরস্কার প্রদানের সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান মিয়া, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএমসহ ঢাকা রেঞ্জের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।