নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারের আব্দুল হক ভবনে অবস্থিত “যুগবাণী সমাজকল্যাণ সংস্থা” নামে এক বেসরকারি প্রতিষ্ঠানে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পলাতক আসামি মোঃ তানছিরুল ইসলাম জীবন (২৮)’কে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল। গ্রেফতারকৃত জীবনকে ঢাকার মহাখালী ফ্লাইওভারের নীচ থেকে মঙ্গলবার (০৯ জুলাই) দুপুর দুইটার দিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মির্জাপুর থানার মামলা নং-৩১, তারিখ: ২৮ মে ২০১৯, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৪)(খ)/৩০ এর প্রধান আসামী মো. তানছিরুল ইসলাম জীবন (২৮) পলাতক অবস্থায় ঢাকায় “উবার” সার্ভিস এ গাড়ি চালায়। তারপর তার ঐ কোম্পানী থেকে তার মোবাইল ও গাড়ীর নম্বর সংগ্রহ করে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে জীবনকে গ্রেফতার করা হয়।
এসময় কোম্পানী কমান্ডার আরো জানান, অভিযুক্ত জীবন এর আগে আরো দুইটি বিয়ে করে। প্রথম স্ত্রীকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে সে দ্বিতীয় বিয়ে করে। এছাড়াও একাধিক মেয়েকে চাকরীর প্রলোভন দেখিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। যা সে নিজের স্বীকারোক্তিতে উল্লেখ করেছে। এরই ধারাবাহিকতায় গত রোববার (২৬ মে) সকালে ওই সংস্থার নারী কর্মী আফিয়া বেগমকে দিয়ে এক কলেজ ছাত্রীকে তার কক্ষে ডেকে নেয় জীবন। কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে ছাত্রীটি কক্ষ থেকে বের হয়ে আসতে চাইলে মূল দরজা বন্ধ পায়। এ সময় ধর্ষকের হাত থেকে বাঁচতে বারান্দার দরজা দিয়ে পাশের একটি ডোবায় লাফিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।