নিউজ ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের অন্তরঙ্গ দুটি ছবি। এই ছবি নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা।
গতকাল রোববার বিকেলে ছবি দুটি প্রকাশ করেন ছোট পর্দার নির্মাতা সহিদ উন নবী।
জানা গেছে, পরীমনি ও সজল জুটি বেঁধে অভিনয় করছেন ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’তে। গতকাল রোববার থেকে গাজীপুরের ত্রিমোহনীর ময়নারটেকে এই ওয়েব সিরিজটির শুটিং চলছে। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি, সজল। ভাইরাল হওয়া ছবি দুটি শুটিংয়ের অনস্ক্রিনের একটি দৃশ্য।
ওয়েব সিরিজটিতে পরী অভিনয় করছেন টিনা চরিত্রে আর সজলকে দেখা যাবে সুলতানের ভূমিকায়। এটি নির্মাণ করছেন সহিদ উন নবী।
নির্মাতা সহিদ উন নবী বলেন, রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার গল্পের ‘পাপ ড্যাডি’তে পরী অভিনয় করছেন টিনা চরিত্রে আর সজলকে দেখা যাবে সুলতানের ভূমিকায়। এতে আরো অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহসহ অনেকে।ওয়েব সিরজিটির মূল গল্প মেহেদী হাসান ও মুশফিকুর রহমানের, কিছু অংশ চিত্রনাট্য করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। ১০ পর্বে ওয়েব সিরিজটি হওয়ার কথা থাকলেও ৭ পর্বে শেষ হচ্ছে এটি।