নাগরপুর সংবাদদাতাঃ নাগরপুরে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজা মিয়া ওরফে পচাঁকে (২৬) আটক করেছে র্যাব-১২। রবিবার দুপুরে নাগরপুর সরকারি কলেজের পরিত্যক্ত টিনশেড ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বাবনাপাড়া গ্রামের মো. শমসের আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো.শফিকুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর উপজেলা বাবনাপাড়া গ্রামের মো. শমসের আলীর ছেলে মো. রাজা মিয়া ওরফে পচাঁ (২৬) কে গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, তাদের কাছে তথ্য ছিল রাজা সরকারি কলেজ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। নাগরপুর সরকারি কলেজের পরিত্যক্ত টিনশেড ভবনের কাছে তাকে চ্যালেঞ্জ করলে তার দেহ তল্লাশি করে কাগজে মুড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...