নাগরপুর প্রতিনিধিঃ দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রতিনিধি ও নাগরপুর প্রেস ক্লাবের তথ্য ও গবেষনা সম্পাদক মো. মাসউদুর রহমান মাসুদের বাড়িতে কাফনের কাপড় পাঠানো হয়েছে। উপজেলার ভাদ্রা ইউনিয়নের সারুটিয়া গাজী গ্রামে সাংবাদিকের নিজ বাড়ীতে মঙ্গলবার রাতে কে বা কাহারা কাফনের কাপড় রেখে যায়। এ ঘটনায় ওই সাংবাদিক পরিবারের মাঝে চরম আতংক বিরাজ করছে । বুধবার এই বিষয়ে নাগরপুর থানায় একটি সাধারন ডাইরি করা হয়েছে।
সাংবাদিক মাসউদুর রহমান মাসুদ জানান, প্রতিদিনের মত রাতে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরেন তিনি। রাতের খাবার শেষ করে স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য ঘরের দরজা খোলা মাত্র একটি শপিং ব্যাগ তার চোখ পড়ে। ব্যাগটি খুলে কাফনের কাপড় দেখামাত্র সাংবাদিক মাসুদ ও তার পরিবার ভীত সন্তস্ত্র হয়ে পড়ে। চরম উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে সাংবাদিক মাসুদ তাৎক্ষনিক থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ ও নাগরপুর প্রেস ক্লারের কর্মকর্তাদের মোবাইল ফোনে অবহিত করেন।
এ প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো.আলম চাঁদ জানান, এ বিষয়ে থানায় সাধারন ডাইরি করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...