নাগরপুর প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুক্তিযোদ্ধা ইয়াছিন খানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকালে উপজেলার তেবাড়িয়া গ্রামে তাকে রাষ্ট্রীয় সম্মাননা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন জানান, শনিবার (১৫ জুন) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ইয়াছিন খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
তার মৃত্যুর সংবাদ শোনার পর রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম মরহুমের বাড়ীতে গিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, নাগরপুর মডেল থানার এসআই ইদ্রিস সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও সুধীজন।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...