নাগরপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেটুয়াজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামস উদ্দিনকে শারিরীক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় ফুসে উঠেছে শিক্ষক ও শিক্ষাথীরা। দোষীদের শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মত গতকাল রবিবার স্থানীয় আলহাজ¦ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও জরিপননেছা স্কুল এন্ড কলেজের শিক্ষাথীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে। রোববার রাতে প্রধান শিক্ষক মো. শামস উদ্দিন বাদী হয়ে নাগরপুর থানায় মামলা করেছেন। নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা মন্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেটুয়াজানী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেষে মূল সড়কের পাশে কয়েক বছর যাবৎ দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল ওই বিদ্যালয়ের দাতা সদস্য মো. শফিকুল ইসলাম। শনিবার বিকেলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের পাকা সীমানা প্রাচীর নির্মান করতে গেলে প্রধান শিক্ষক মো. শামস উদ্দিন ও দোকান মালিক শফিকুলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শফিকুল তার লোকজন নিয়ে প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে মারধর করে। এ ঘটনায় পরদিন রোববার বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ ঘটনা স্থলে এসে দায়ী ব্যাক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মো. শামস উদ্দিন বলেন, আমাদের বেটুয়াজানী উচ্চ বিদ্যালয়ের পরিচালানা কমিটির সিদ্ধান্তেই বিদ্যালয়ের উত্তর পাশে প্রাচীরের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ করতে গেলে বেটুয়াজানী গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম লোকজন নিয়ে নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করে । প্রতিবাদ করলে আমাকে ও আমার অফিস সহকারী রাইসুল ইসলাম এর উপর হামলা করে। পরে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযুক্ত শফিকুলের সাথে যোগাযোগ করলে তিনি হামলার কথা অস্বীকার করে বলেন, যে দোকান ঘর বিদ্যালয় কর্তৃপক্ষ ভেঙ্গে প্রাচীর নির্মাণ করছিল তা আমাদের। আমাদের না জানিয়ে দোকান ভেঙ্গে দিয়ে প্রাচীর নির্মান করতে গেলে আমরা বাধা প্রদান করেছি মাত্র কারন বিদ্যালয়ের জমিদাতাও আমরা।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সিরাজুল ইসলাম জানান, বেটুয়াজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামস উদ্দিন বাদী হয়ে মামলা করেছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...