প্রতিনিধিঃ নাগরপুরে নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবং পূর্বে আক্রান্ত ২ যুবক সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। নতুন আক্রান্ত যুবকের নাম শহীদুল ইসলাম (২৯)। সে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে। সুস্থ্য হয়ে বাড়ি ফেরা একজন হলো উপজেলার পানান গ্রামের মোহাম্মদ আলী অপরজন খাগুরিয়া গ্রামের লিটন। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) বিকালে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত যুবককে তার বাড়িতে আলাদা করে এক ঘরে রেখে আশ-পাশের ১০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ঢাকায় যুগান্তর পত্রিকা অফিসে ইলেকট্রেশিয়ান পদে কর্মরত শহীদুলের জ্বর সর্দির উপসর্গ দেখা দিলে সে গত শনিবার ঢাকার কুর্মিটোলায় গিয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে বাড়ি চলে আসেন। আজ আমাকে আইইডিসিআর থেকে ফোন করে শহীদুলের করোনা পজেটিভের বিষয় জানানো হয়। পরে আমি শহীদুলের ফোন নাম্বার যোগাড় করে তার সাথে যোগাযোগ করি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তারা ঐ এলাকার ১০ বাড়ি লকডাউন করে দেয়। আগামীকাল তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...