নাগরপুর প্রতিনিধিঃ নাগরপুরে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইল জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারি কমিশনার (ভুমি) ইয়াসমিন মনিরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।
এই প্রশিক্ষন কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ কি নোট পেপার উপস্থাপন করেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন প্রতিনিধি ৮টি গ্রুপে ভাগ হয়ে কাজ করেন। প্রতিটি গ্রুপে ১০ জন করে মোট ৮০ জন এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষনে এসডিজি কি এবং তা অর্জনে প্রতিবন্ধকতা কি সেসব বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...