নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ‘আমার গ্রাম,আমার শহর উন্নয়ন ভাবনা’ বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আহসানুল ইসলাম টিটু ।এসময় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো.আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর প্রমূখ।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...