নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার(১৩ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিন মসরুর এ সাজা দেন।
দন্ডপ্রাপ্ত আব্দুল মান্নানের বাড়ি উপজেলার রাউতারা গ্রামে ও আব্দুল মজিদ মিয়ার বাড়ি মানড়া গ্রামে । দন্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে কারাগারে পাঠিয়ে দেন।
জানা যায়, উপজেলায় কিছু অসাধু বালু ব্যবসায়ী বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলেশ্বরীর শাখা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রত্যক্ষ প্রমাণ পাওয়ায় এ দন্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী ও আনসার ভিডিপি প্রশিক্ষক জাইদুর রহমান এ অভিযানে সহায়তা করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিন মসরুর জানান, অবৈধ বালু ব্যবসায়ী আব্দুল মজিদ ও আব্দুল মান্নানকে আটক করে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ৪(গ) ধারা লংঘনের অপরাধে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে এবং দুইটি বালু বাহী ট্রলি জব্দ করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
পরিবেশ ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার : দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ...