দেলদুয়ার প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে মা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার নিজ বসত বাড়ি জাঙ্গালিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় ।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, চলতি বছরের ১৩ মে উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত মুন্নাছ খানের স্ত্রী হাওয়া বেগমের (৮০) রহস্যজনক মৃত্যু হয়। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন না করেই তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়। ৯ জুলাই হাওয়া বেগমের মেয়ে লিপি বেগম বাদী হয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা করেন। মামলায় মৃতের ছেলে নাজমুল হক খান ওরফে নাজনু (৫৫) এবং তার স্ত্রী মোছা. পারুলকে (৪৫) আসামী করা হয়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা দেলদুয়ার থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান বলেন, আদালত থেকে নির্দেশ পাওয়ার পর হত্যা মামলা রুজু করা হয়েছে। সেইসঙ্গে আসামী দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...