দেলদুয়ার প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে এ্যালাংজানি নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৪৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার টুকচানপুর এলাকায় ওই নদী থেকে তার ভাসমান লাশ পাওয়া যায়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন, উপজেলার টুকচানপুর বাজার এলাকার এ্যালংজানি নদীতে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনে। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লাশ সনাক্ত করা যায়নি।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...