নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরের আলোচিত ফরহাদ হোসেন হত্যা মামলার প্রধান আসামি শাহজালাল ও শামিমকে দীর্ঘ দুই বছর পর সোমবার (০১ জুলাই) শরিয়তপুর জেলার সখিপুর থানার বালার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। আসামি দুজনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ ও এজহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইলের গোপালপুরে জমি সংক্রান্ত জের ধরেই ফরহাদ হোসেন নামে এক যুবক খুন হয়। পরে এ বিষয়ে গোপালপুর থানার মির্জাপুর এলাকার মৃত কিতাব আলীর ছেলে শাহজাহান এবং শামিমের নামে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।
সেই থেকেই আসামিরা পলাতক অবস্থায় ছিল। টাঙ্গাইল ডিবি পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গতকাল শরিয়তপুর জেলার সখিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার (০২ জুলাই) আদালতে প্রেরণ করলে আসামিরা হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করলে আদালতের বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।