মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশ্বমানের দি টাঙ্গাইল ফিলিং স্টেশনের কাজের শুভ উদ্বোধন করা হয়।
রোববার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ধরুন এলাকায় এ ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুর, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু, ঘারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান বিপ্লব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন( রাসেল),জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মনির সিকদার, ছাত্রলীগ নেতা এসএইচ চৌধুরী স্বাক্ষর, হোসাইন সাদাব অন্তু ।
এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যুবলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।